ফ্যাসিবাদের পতন যেভাবে বিপ্লবে পরিণত হতে ব্যর্থ হয়
ফ্যাসিবাদের পতনের প্রক্রিয়া, জনগণের ত্যাগ, পুরো ঘটনাপ্রবাহের প্রেক্ষাপট কোনো কবিতার ছন্দ অলংকারের মাধুর্যের মতন সুন্দর নয়। ক্ষমতাধর শক্তির বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণের জন্যও যখন প্রাণ হারাতে হয় তখন তার পতনের জন্য সংগ্রাম করে যাওয়া আর কুমিরের সাথে সাঁতার কাটা একই অর্থ বহন করে। তারপরেও ফ্যাসিবাদের পতন হয়, ধুমড়ে মুচড়ে যায় অহংকারের অট্টলিকা, ক্ষমতার পর্বত আর বিশাল জলরাশির মতন বিস্তৃত প্রভাব-প্রতিপত্তি। কিন্তু তার জন্য যতগুলো ত্যাগের গল্প তৈরী হয় ততগুলো গল্পও গল্পকারের এপর্যন্ত লিখতে উঠতে পারেনি। সীমাহীন কষ্ট আর অশ্রু ঝরা গল্পে গল্পে, গল্পের স্তুপ হয়ে যায় আর সেই গল্পের স্তুপের উপর দাঁড়িয়ে যার নতুন এক শক্তি। যারা মূলত ক্ষমতাশীলদের ধ্বংস করে নিজেরা ক্ষমতায় আসীন হয়ে থাকে কিন্তু ক্ষণে ক্ষণে এতো আত্মত্যাগের পরিণতি রং বদলায়। যেখানে ক্ষমতাসীনদের ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা ছিল। সেখানে সাময়িক সুখের লোভে নির্লোভ বিপ্লবীরা ভিক্ষুকে পরিণত হয়। যেখানে ফ্যাসিবাদীর বয়ানকে কবর দেয়ার কথা সেখানে বীরেরা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে নিজেরাই কবরে চলে যায়। আর লুকিয়ে থাকা ফ্যাসিবাদী শক্তি একটু একটু ক...