বিপ্লবের বিবর্ণতা
বিপ্লব কোনো স্বাভাবিক বিষয় নয়। বিপ্লব সমাজের চলমান, প্রতিষ্ঠিত কিংবা যৌক্তিক ব্যবস্থাকে মেনে চলে না। বিপ্লবের জন্য দরকার আত্মত্যাগ, অসীম সাহস আর বিশাল বিপদের হাতছানি। বিপ্লবে ব্যর্থ হওয়া আর বাঘের মুখে চলে যাওয়া প্রায় এক। কারণ বিপ্লবের ব্যর্থ বিপ্লবীর বেঁচে থাকা বা স্বাভাবিক জীবনযাপন অতীব দুর্লভ ব্যাপার। যদি না সে বিপ্লবের সাথে বেইমানি করে। কিন্তু বড়ই বিচিত্র বিষয় হচ্ছে সফল বিপ্লবের পর আনীত ব্যবস্থায় নতুন কোনো বিপ্লবের কুঁড়ি জন্মালে কিংবা নিজেদের মতের বিরুদ্ধে কোনো বিষয় আনীত হলে তখন তাকে তিরস্কার করার মতন উদ্ভট জিনিসের সম্মুখীন হতে হয়। ক্ষমতাসীন শক্তি তার প্রতিপক্ষকে দমন করে রাখার চেষ্টা করবে তা স্বাভাবিক। কিন্তু যেই নিয়মের বেড়াজাল ভেঙ্গে বিপ্লবের সৃষ্টি হলো সেই নিয়মের বেড়াজাল ভাঙলেই মায়াকান্না আর সুশীলতার প্রকাশ ঘটার মানে হচ্ছে নিজেদের বিপ্লবের সাথেই বেইমানি করা।
Comments
Post a Comment