বিজয়ীদের দলে থেকেও বিজয়ের ইতিহাস থেকে বঞ্চিত

কোনো সংগ্রাম, আন্দোলন কিংবা বিপ্লবে একক শক্তি, একক দল, একক আদর্শ একা কিছু করতে পারে না। সম্মিলিত শক্তি, বহুদলের আওয়াজ লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। কিন্তু লক্ষ্যে পৌঁছানোর পর, চূড়ান্ত বিজয় আসার পর কিছু মানুষের হয় ভীমরতি। আন্দোলনের আদর্শ থেকে হয় বিচ্যুতি, সহযোদ্ধাদের সাথে সম্পর্কের অবনতি। ফলাফল বিচ্ছেদ। ফলাফল বিজয়ীদের লেখা ইতিহাসের সঙ্গী হওয়া যায় না। বিজয়ের ইতিহাসের পাতা থেকে আড়াল করার চেষ্টা করা হয়। সামনে থেকে নেতৃত্ব দেওয়া সহযোদ্ধাদের অস্বীকারই করে বসে আবার কেউ কেউ। তাই বিজয়ের পর শুধু পরাজিতদের বীরত্বই হারিয়ে যায় না বরং হাতে হাত রেখে বিজয় অর্জনের কারিগরদেরও বিজয়ের অর্জন বঞ্চিত হতে হয়। 

Comments

Popular posts from this blog

রাষ্ট্র এখনো আমাদের হয়ে উঠেনি

আমার সবকিছু পাওয়ার জন্য আমি আবার ফিরে এসেছি

চিন্তার ও তার বাস্তবায়ন ফারাক এবং আমাদের প্রতিক্রিয়া