বেরসিক বিপ্লবে বঞ্চিত বীরেরা
মানুষ সাধারণত একটি কাজ করতে যেখানে তার প্রয়োজন আছে, অবশ্যকতা আছে কিংবা অন্য পন্থা নেই। সব মানুষ কখনোই ভালো লাগা থেকে সব কাজ করে না, কিছু মানুষ অনিচ্ছা সত্বেও অর্থ, সম্পদ, ক্ষমতার জন্য কাজ করে কিছু মানুষ আবার কাজটি না করলে যে সমূহ বিপদ তা থেকে মুক্ত হতে কাজ তা করে। বিপ্লবের সময় যারা মাঠে নাম তাদের সবার কিন্তু উক্ত কোনো কারণ থাকে না। বর্তমান কাঠামোতে অনেকেই দিব্যি চলতে পারতো। কিন্তু তবু মানুষের বিবেকে আটকায় কিছু পাওয়া, ভালো লাগা কিংবা শোষণের হাত থেকে বাঁচতে নয়। হয়তো নতুন কিছুর আশায়ও মানুষ বিপ্লবে নেমে পরে। কিন্তু বিপ্লব শেষ হওয়ার পরেই বিপ্লবের মহান কারিগররা বেবরসিকভাবে বিপ্লব সফল করার নেপথ্যে থাকা সাধারণ মানুষকে ভুলে যায়। আরো একবার ধোঁকা খেয়ে বাঁকা হয়ে নিজের পথে চলতে থাকে আপন মনে। আর বিপ্লবের মহান কারিগররা বিত্ত বৈভব গড়ে থাকে যতক্ষণ না নতুন বিপ্লবের উত্থান ঘটে। বিপ্লবের পর বিপ্লব ঘটে কিন্তু বারবার আড়ালে পরে থাকে বিপ্লবের মূল বীরেরা।
Comments
Post a Comment