Posts

Showing posts from October, 2024

সিদ্ধান্ত ও তাৎক্ষণিক বিচক্ষণতা

প্রতিটি মানুষকে জীবনের প্রতিটি পর্যায়ে অসংখ্য সিদ্ধান্ত নিতে হয়। এতো সব সিদ্ধান্তের ভিড়ে সব সিদ্ধান্তই ঠিক হবে তা কখনো সম্ভব নয়। কিন্তু যেটা সম্ভব তা হলো কোনো ভুল সিদ্ধান্ত নেয়ার পর তা বুঝার সাথে সাথেই ভুল সিদ্ধান্তকে পরিবর্তন, আর তা পরিবর্তন সম্ভব না হলে বিকল্প বা অতিরিক্ত পদক্ষেপ নিয়ে ভুল সিদ্ধান্তের কারণে হওয়া ক্ষতি যথাসম্ভব প্রশমনের চেষ্টা করা। অনেক সময়ই মানুষ তা করে না।  ভুল সিদ্ধান্ত নিয়েছে বুঝার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আরো কিছু করা যাবে হয় তারা বুঝে না কিংবা বুঝলেও নিজের অহংকার, একগুঁয়েমি কিংবা অলসতার কারণে ক্ষতি লাঘব করার যে সম্ভাবনা ছিল তা নস্যাৎ হয়ে যায়। 

অনির্ণেয় জীবন সাফল্য

দুনিয়াবি জীবনে সাফল্য কি? কখনো কারো সাফল্য কি সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে নির্ণয় করা যাবে?। না এটা সম্ভব নয়। সমুদ্রের সকল পানি যেমন সম্পূর্ণ পরিমাপ করা সম্ভব না। ঠিক তেমনি মানুষের সাফল্যও অনির্ণেয়, কারণ মানুষের সাফল্য আপেক্ষিক। আপেক্ষিক বিষয়ে মাপজোখ করা অসম্ভব, কেউ যদি বলেও যে সে আপেক্ষিক বিষয়ে সফল ভাবে পরিমাপ করতে পেরেছে তবে তা হবে প্রতারণা। এসব ব্যাপারে নির্দিষ্ট শর্তাবলী এবং পরিস্থিতি সাপেক্ষে সফলতার পরিমাপ করা যায় যেটা সবার কাছেই গ্রহনযোগ্য কিন্তু জঘন্য বিষয় হচ্ছে  নির্দিষ্ট শর্তাবলী এবং পরিস্থিতি সাপেক্ষে সফলতার ফলাফল মানুষ সাবর্জনীন বলে প্রচারিত করে মানুষকে ধোকা দেয় এবং পৃথিবীর বেশিরভাগ মানুষ এই ধোকার ফল জীবনের কোনো না কোনো সময় ভোগ করে। 

কঠোরতার এপিঠ ওপিঠ

মানুষ কঠোরতার ভাষা বুঝে। নিজের চেয়ে উচ্চ পর্যায়ের কারো কঠোরতা, নিজেকে হতাশ কিংবা ক্রোধাণ্বিত করে তুললেও কাজ আদায় করতে কঠোরতার ভূমিকা অনন্য। কঠোরতার ভালো এবং মন্দ দুটি দিকই আছে। এই যে কাজ আদায়ের অনন্যগুণ পন্থা এটা যা অধিকাংশ মাঠ পর্যায়ের কর্মী বা উৎপাদন কর্মীদের জন্য নিপীড়নের অস্ত্র হয়ে উঠে, উচ্চপদস্থ কর্মকর্তারা জালিম হয়ে উঠে। আবার এই কঠোরতা শিক্ষা গ্রহণ, শৃঙ্খলা আনয়ন, পরিবেশ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে যা নমনীয়তা দিয়ে সম্ভব নয় কিন্তু এখানেও কঠোরতা প্রয়োগের সুনির্দিষ্ট নিয়ম এবং মাত্রা আছে তার বেঘাত ঘটলে এখানেও জুলুম এসে হাজির হয়।  

আমার সবকিছু পাওয়ার জন্য আমি আবার ফিরে এসেছি

এটা আমি, আমার মাতৃভাষা আমারই, আমি এই ভাষা আমার নিজের প্রমাণ করার জন্য আমাকে কিছু করতে হবে বলে আমি মনে করি না। আমার ভাষার ধ্বনিগুলো আমার বিরুদ্ধেই ব্যবহার করা হয়েছে, আমার ভাষার শব্দগুলো দিয়ে সুক্ষভাবে আমাকে অপমান করা হয়েছে, আমার ভাষার দ্বারা সৃষ্ট বাক্যগুলো দিয়ে আমার আত্মপরিচয়ের সংকট তৈরির জন্য কাজ করা হয়েছে, আমার সাহিত্য, ইতিহাস, সমৃদ্ধি, আমার রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি, কূটনীতি আমার কাছ থেকে লুকিয়ে আমাকেই বলা হয়েছে তুমি এসবের কি বুঝবা। কিন্তু আমরা এসে গেছি ইন শা আল্লাহ। আমরা শুধু আমাদের জিনিস বুজিই না আমাদের জিনিস কিভাবে আদায় করে নিয়ে হয় সেটা তোমাদের চেয়ে ভালো বুঝি। আর আমাদের সক্ষমতা সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা আছে বলেই সর্বোচ্চ ছলচাতুরি আর বেইমানির আশ্রয় নিয়েছো তারপরেও লাভ হলো না, নৌকা ডুবে গেলেও সাঁতরে ওই পাড়ে যেতে পারলে না।