কঠোরতার এপিঠ ওপিঠ

মানুষ কঠোরতার ভাষা বুঝে। নিজের চেয়ে উচ্চ পর্যায়ের কারো কঠোরতা, নিজেকে হতাশ কিংবা ক্রোধাণ্বিত করে তুললেও কাজ আদায় করতে কঠোরতার ভূমিকা অনন্য। কঠোরতার ভালো এবং মন্দ দুটি দিকই আছে। এই যে কাজ আদায়ের অনন্যগুণ পন্থা এটা যা অধিকাংশ মাঠ পর্যায়ের কর্মী বা উৎপাদন কর্মীদের জন্য নিপীড়নের অস্ত্র হয়ে উঠে, উচ্চপদস্থ কর্মকর্তারা জালিম হয়ে উঠে। আবার এই কঠোরতা শিক্ষা গ্রহণ, শৃঙ্খলা আনয়ন, পরিবেশ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে যা নমনীয়তা দিয়ে সম্ভব নয় কিন্তু এখানেও কঠোরতা প্রয়োগের সুনির্দিষ্ট নিয়ম এবং মাত্রা আছে তার বেঘাত ঘটলে এখানেও জুলুম এসে হাজির হয়।  

Comments

Popular posts from this blog

রাষ্ট্র এখনো আমাদের হয়ে উঠেনি

বিজয়ীদের হাতে লেখা ইতিহাস

অনন্ত অসীম অস্তিত্বের পানে ছুটে চলা