আমার সবকিছু পাওয়ার জন্য আমি আবার ফিরে এসেছি
এটা আমি, আমার মাতৃভাষা আমারই, আমি এই ভাষা আমার নিজের প্রমাণ করার জন্য আমাকে কিছু করতে হবে বলে আমি মনে করি না। আমার ভাষার ধ্বনিগুলো আমার বিরুদ্ধেই ব্যবহার করা হয়েছে, আমার ভাষার শব্দগুলো দিয়ে সুক্ষভাবে আমাকে অপমান করা হয়েছে, আমার ভাষার দ্বারা সৃষ্ট বাক্যগুলো দিয়ে আমার আত্মপরিচয়ের সংকট তৈরির জন্য কাজ করা হয়েছে, আমার সাহিত্য, ইতিহাস, সমৃদ্ধি, আমার রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি, কূটনীতি আমার কাছ থেকে লুকিয়ে আমাকেই বলা হয়েছে তুমি এসবের কি বুঝবা। কিন্তু আমরা এসে গেছি ইন শা আল্লাহ। আমরা শুধু আমাদের জিনিস বুজিই না আমাদের জিনিস কিভাবে আদায় করে নিয়ে হয় সেটা তোমাদের চেয়ে ভালো বুঝি। আর আমাদের সক্ষমতা সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা আছে বলেই সর্বোচ্চ ছলচাতুরি আর বেইমানির আশ্রয় নিয়েছো তারপরেও লাভ হলো না, নৌকা ডুবে গেলেও সাঁতরে ওই পাড়ে যেতে পারলে না।
Comments
Post a Comment