সিদ্ধান্ত ও তাৎক্ষণিক বিচক্ষণতা

প্রতিটি মানুষকে জীবনের প্রতিটি পর্যায়ে অসংখ্য সিদ্ধান্ত নিতে হয়। এতো সব সিদ্ধান্তের ভিড়ে সব সিদ্ধান্তই ঠিক হবে তা কখনো সম্ভব নয়। কিন্তু যেটা সম্ভব তা হলো কোনো ভুল সিদ্ধান্ত নেয়ার পর তা বুঝার সাথে সাথেই ভুল সিদ্ধান্তকে পরিবর্তন, আর তা পরিবর্তন সম্ভব না হলে বিকল্প বা অতিরিক্ত পদক্ষেপ নিয়ে ভুল সিদ্ধান্তের কারণে হওয়া ক্ষতি যথাসম্ভব প্রশমনের চেষ্টা করা। অনেক সময়ই মানুষ তা করে না।  ভুল সিদ্ধান্ত নিয়েছে বুঝার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আরো কিছু করা যাবে হয় তারা বুঝে না কিংবা বুঝলেও নিজের অহংকার, একগুঁয়েমি কিংবা অলসতার কারণে ক্ষতি লাঘব করার যে সম্ভাবনা ছিল তা নস্যাৎ হয়ে যায়। 

Comments

Popular posts from this blog

রাষ্ট্র এখনো আমাদের হয়ে উঠেনি

আমার সবকিছু পাওয়ার জন্য আমি আবার ফিরে এসেছি

চিন্তার ও তার বাস্তবায়ন ফারাক এবং আমাদের প্রতিক্রিয়া