অনির্ণেয় জীবন সাফল্য
দুনিয়াবি জীবনে সাফল্য কি? কখনো কারো সাফল্য কি সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে নির্ণয় করা যাবে?। না এটা সম্ভব নয়। সমুদ্রের সকল পানি যেমন সম্পূর্ণ পরিমাপ করা সম্ভব না। ঠিক তেমনি মানুষের সাফল্যও অনির্ণেয়, কারণ মানুষের সাফল্য আপেক্ষিক। আপেক্ষিক বিষয়ে মাপজোখ করা অসম্ভব, কেউ যদি বলেও যে সে আপেক্ষিক বিষয়ে সফল ভাবে পরিমাপ করতে পেরেছে তবে তা হবে প্রতারণা। এসব ব্যাপারে নির্দিষ্ট শর্তাবলী এবং পরিস্থিতি সাপেক্ষে সফলতার পরিমাপ করা যায় যেটা সবার কাছেই গ্রহনযোগ্য কিন্তু জঘন্য বিষয় হচ্ছে নির্দিষ্ট শর্তাবলী এবং পরিস্থিতি সাপেক্ষে সফলতার ফলাফল মানুষ সাবর্জনীন বলে প্রচারিত করে মানুষকে ধোকা দেয় এবং পৃথিবীর বেশিরভাগ মানুষ এই ধোকার ফল জীবনের কোনো না কোনো সময় ভোগ করে।
Comments
Post a Comment