চিন্তার ও তার বাস্তবায়ন ফারাক এবং আমাদের প্রতিক্রিয়া
পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ, জটিল এবং ক্রিয়াশীল ও সেরা মস্তিক হলো মানুষের এবং যেভাবে আমরা তা বুঝতে পারি তার অন্যতম একটা উদাহরণ হলো মানুষ প্রচুর চিন্তা করতে পারি। প্রতিদিন, প্রতি ঘন্টায় বা আমরা আরো সহজ করে বলতে পারি প্রতি মুহূর্তে আমরা এক একটা চিন্তায় চিন্তিত থাকি। বিভিন্ন বিষয়ের কার্যপদ্ধতি, ফলাফল, ভবিষ্যৎ আরো অনেক জিনিস নিয়ে আমরা চিন্তা করি এবং তার মধ্যে আমরা কিছু কিছু জিনিস সামনে বাস্তবায়নের কথা ভাবি হতে পারে তা নিয়মিত ব্যক্তিগত কিংবা কর্মক্ষেত্রের কাজের অংশ, নিজের শখ বা তাৎক্ষণিক প্রয়োজন বা সমস্যার সমাধান। কিন্তু স্থান, পাত্র, কাল, অবস্থানের প্রেক্ষিতে মোটা দাগে বেশিরভাগ চিন্তার বাস্তবায়ন হুবুহু সেই রকম হয় না। চিন্তা এবং বাস্তবায়নের এই ব্যবধান নানা ভাবে হতে পারে এবং প্রায় প্রতিদিনই হয়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া মানুষ যেভাবে চিন্তা করে তার সক্ষমতা অনুসারে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন কঠিন হয়। কিন্তু আমাদের প্রতিক্রিয়াগুলো মারাত্মক নেতিবাচক হয় অনেক সময়। নিজেরা আত্মপরিচয়হীনতায় ভুগি অর্থাৎ এই বার বার ব্যর্থতার জন্য আমরা আমাদের পরিবার, সমাজ, ধর্ম কিংবা জাতিকে দোষ দেই। আমাদেরকে দোষ দেই। ওই ধরণের কাজ করা থেকে বিরত থাকি। নতুন করে চিন্তা কিংবা প্রচেষ্টা করতে চাই না। যা আসলে আমাদের নিজেদের সাথে অন্যায়। কারণ হয়ত আরেকটু চেষ্টা, চিন্তা এবং প্রচেষ্টা আমাদেকে আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সাহায্য করতো কিন্তু আমরা ঠিক তার আগের ধাপেই থেমে গেছি। কিন্তু কখনই থামা উচিত নয়, আশা অনুযায়ী সম্পূর্ণ না পেয়ে আমরা বিরাট নেতিবাচক প্রতিক্রিয়া করতে পারি না। কারণ আমরা সৃষ্টির সেরা জীব আমাদের তা মানায় না।
Comments
Post a Comment