গোঁড়ামি ও অন্যান্য
গোঁড়ামি কখনো কোনো সুবিধা বয়ে আনে না। যা আনে তা হলো আপাততকালীন ক্ষণস্থায়ী লাভ। কিন্তু এই গোঁড়ামি দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মানুষ না চাইতেও সরে দাঁড়ায় নীরবে নিভৃতে। প্রকৃতপক্ষে এই গোঁড়ামি কখনই সুফল বয়ে আনে না যা আনে তা হলো ক্ষতি। সমপরিমাণ পরিশ্রম, যোগ্যতা ও দক্ষতা থাকার পরও গোঁড়ামির কারণে তার পিছিয়ে যায় অন্যদের থেকে, তবুও তারা বুঝতে চায়না সমস্যাটা কোথায়।
Comments
Post a Comment