আমার প্রতিবাদের ভাষা
ক্লান্ত মনে অনেক ক্ষোভ জমে, হতাশা আর গ্লানি তো স্বাভাবিক ব্যাপার। তবু মনের মধ্যে আশা জাগে অবসরের সময়ে আমার কলম ব্যস্ত থাকবে প্রতিবাদের কঠিন কঠিন সব শব্দ লিখতে। আমি তুচ্ছ একটা মানুষ। আমার লেখনীগুলো আরো তুচ্ছ কিন্তু সামান্য স্বান্তনা নিজেকে নিজে দিতে পারি এই ভেবে যে কোনোদিন যদি কোনো অন্যায়কে সমূলে তুলে ফেলার সুযোগ হয় তাহলে এ লেখাগুলো আমাকে আল্লাহর রহমতে স্বস্তি দিবে যে, "হ্যাঁ আমি একসময় আমি দুর্বল থাকলেও আমার প্রতিবাদের ভাষা কখনো দুর্বল ছিলো না"।
Comments
Post a Comment