চিন্তার গভীরে গেলে সংঘাতের আভাস পাওয়া যায়

প্রত্যেক মানুষের চারপাশে বেশিরভাগ সময়ই তার সমকক্ষ পর্যায়ের মানুষ বসবাস করে। যা মানসিক, চিন্তা, দর্শন, অর্থনীতি, রাজনৈতিক, ধর্মীয় নানা দিকের ব্যাপারেই তা সত্য।  চারপাশের মানুষের মধ্যে সব ব্যাপারেই একটা বিশাল বৈষম্য থাকলে মানুষ ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে ওই স্থান থেকে নিজেকে গুটিয়ে নিয়ে অন্যথা প্রস্থান করে। তবে এইযে ধরে নেয়া যায় চারপাশে মানুষের কোনো না কোনো দিক দিয়ে সাম্যতা রয়েছে এবং সাধারণত মানুষ এটা প্রবলভাবে বিশ্বাস করে যে তার কাছের মানুষের চিন্তা চেতনা তার মতনই কিন্তু অনেক সময় মানুষের এ ধারণা ভুল হয়। এটা  প্রত্যেক মানুষের মধ্যে যে চিন্তা চেতনার বৈচিত্র্য আছে ব্যাপারটা এমন না। বরং দুটি মানুষ পরস্পর জানে যে তারা একই রকম চিন্তা করে, তাদের দর্শন, জ্ঞান সময় পর্যায়ের কিন্তু অনেক সময় তা বড় ধরণের একটা ভুল হয় এবং নিজেরা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তা ভাগাভাগি করতে করতে অনুধাবন করে তাদের মধ্যে প্রচণ্ড দ্বন্দ্ব বিদ্যমান একইভাবে চিন্তা করার পদ্ধতি অনুসরণ করার পরেও। কখনো কখনো এই দ্বন্দ্ব এতো ভয়াবহ হয় যে তখন ভিন্ন চিন্তার মানুষও বেশি ভালো হয়ে থাকে যেই মানুষটার সাথে চিন্তা শেয়ার করা হতো তার থেকে। 

Comments

Popular posts from this blog

রাষ্ট্র এখনো আমাদের হয়ে উঠেনি

বিজয়ীদের হাতে লেখা ইতিহাস

অনন্ত অসীম অস্তিত্বের পানে ছুটে চলা