রূপকথা বনাম বাস্তবতা

শহরের সবটুকু আলো যদি নিভে যেত, থমকে যেত সব কর্ম ব্যস্ততা তবে ...। না তবে কিছুই হতো না! কাব্যিক ঢঙ্গে, গল্পের রঙ্গে যতই গালগল্প বলি না কেন। জীবনের অনেক কিছুই ইচ্ছাশক্তির বিপরীতে গিয়ে অথবা ভুল পথে গিয়ে এগিয়ে যায়। তাই কল্পনা করা ভালো, কিন্তু নিজেকে কাল্পনিক রাজ্যের অধিবাসী না ভাবাই শ্রেয়। এ শহর হয়তো দেয়নি রূপকথার মতন কিছু, তবে আশার সম্বলটুকুন নিয়ে বেঁচে থাকার জায়গা তো পাওয়া যায়।

Comments

Popular posts from this blog

অনন্ত অসীম অস্তিত্বের পানে ছুটে চলা

অনুভবের সাপেক্ষে সময়ের আপেক্ষিকতা

বিজয়ীদের হাতে লেখা ইতিহাস