মানুষ ভাবতে ভালোবাসে

মানুষ ভাবতে ভালোবাসে। ভাবনাকে সত্যি হবার আকাঙ্ক্ষায় মানুষ বুক ভরা আশা নিয়ে সামনের পথ এগিয়ে চলে। এই পথ চলবার মাঝে মানুধের মধ্যে হাজারো রকম ভাবনা বর্তমান। যার মধ্যে কিছু দুর্দান্ত ভাবনা, কিছু অনন্য, কিছু আবার শঙ্কায় ভরায়। দুর্দান্ত কিংবা শঙ্কায় নিয়েই প্রতিটি মানুষের জীবন। জীবন মানেই রহস্য, যার প্রতিটি পদে পদে অনির্ণেয় জটিল সব জট। এসব জট খুলবার ব্যর্থ প্রচেষ্টায় মানুষের দিন চলে যায়, হারিয়ে যায় সময়ের অতল গভীরে। 


Comments

Popular posts from this blog

রাষ্ট্র এখনো আমাদের হয়ে উঠেনি

বিজয়ীদের হাতে লেখা ইতিহাস

অনন্ত অসীম অস্তিত্বের পানে ছুটে চলা