শহরের কোলাহলগুলো যখন ধীরে ধীরে কমে যায়

শহরের কোলাহলগুলো যখন ধীরে ধীরে কমে যায়, অন্ধকার ঘরের এককোণে মুঠোফোনের স্ক্রিনের আলোতে যখন জীবন নিয়ে হাজারো মানুষের হাজারো অনুসন্ধান, তত্ত্ব, উপাত্ত, বিচার, বিশ্লেষণ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে সারাদিন অক্লান্ত পরিশ্রমী, বিলাসী ভবিষ্যতের স্বপ্ন দেখা তরুণ। আজানে শব্দে অথবা ভোরের আলোয় উঠে পড়া তরুণ আবারো  নতুন করে শুরু করে সন্ধ্যে বেলা পর্যন্ত পরিকল্পনা।  

Comments

Popular posts from this blog

রাষ্ট্র এখনো আমাদের হয়ে উঠেনি

বিজয়ীদের হাতে লেখা ইতিহাস

অনন্ত অসীম অস্তিত্বের পানে ছুটে চলা