মূর্খতা বড়ই ভয়ঙ্কর জিনিস

মূর্খতা বড়ই ভয়ঙ্কর জিনিস। কোনো না কোনো বিষয়ে প্রত্যেকটি মানুষই অল্প জানে কিংবা একেবারেই অজানা তবে তা মানুষের জন্য ক্ষতিকর হয়ে পড়ে না যতক্ষণ পর্যন্ত না মানুষ তা নিয়ে বাড়াবাড়ি করে। অল্পবিদ্যা কিংবা বিদ্যাহীন অবস্থায় পাণ্ডিত্য প্রকাশের হীন ইচ্ছাই মূলত মূর্খতার প্রকাশ যা মানুষের জন্য বিশাল এবং অপূরণীয় ক্ষতির ও কারণ হয়ে দাঁড়ায়। তাই মানুষ কোন বিষয়ের সাথে পরিচিত নাই হতে পারে কিন্তু পাণ্ডিত্য প্রকাশের নির্লজ্জ ইচ্ছা থেকে দুরে থাকাই শ্রেয়। নহলে অল্পবিদ্যার ভয়ঙ্কর রূপের সাথে সুনিশ্চিত ভাবে দেখা হবেই।

Comments

Popular posts from this blog

অনন্ত অসীম অস্তিত্বের পানে ছুটে চলা

অনুভবের সাপেক্ষে সময়ের আপেক্ষিকতা

বিজয়ীদের হাতে লেখা ইতিহাস