Posts

Showing posts from March, 2023

মানুষ ভাবতে ভালোবাসে

মানুষ ভাবতে ভালোবাসে। ভাবনাকে সত্যি হবার আকাঙ্ক্ষায় মানুষ বুক ভরা আশা নিয়ে সামনের পথ এগিয়ে চলে। এই পথ চলবার মাঝে মানুধের মধ্যে হাজারো রকম ভাবনা বর্তমান। যার মধ্যে কিছু দুর্দান্ত ভাবনা, কিছু অনন্য, কিছু আবার শঙ্কায় ভরায়। দুর্দান্ত কিংবা শঙ্কায় নিয়েই প্রতিটি মানুষের জীবন। জীবন মানেই রহস্য, যার প্রতিটি পদে পদে অনির্ণেয় জটিল সব জট। এসব জট খুলবার ব্যর্থ প্রচেষ্টায় মানুষের দিন চলে যায়, হারিয়ে যায় সময়ের অতল গভীরে। 

শহরের কোলাহলগুলো যখন ধীরে ধীরে কমে যায়

শহরের কোলাহলগুলো যখন ধীরে ধীরে কমে যায়, অন্ধকার ঘরের এককোণে মুঠোফোনের স্ক্রিনের আলোতে যখন জীবন নিয়ে হাজারো মানুষের হাজারো অনুসন্ধান, তত্ত্ব, উপাত্ত, বিচার, বিশ্লেষণ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে সারাদিন অক্লান্ত পরিশ্রমী, বিলাসী ভবিষ্যতের স্বপ্ন দেখা তরুণ। আজানে শব্দে অথবা ভোরের আলোয় উঠে পড়া তরুণ আবারো  নতুন করে শুরু করে সন্ধ্যে বেলা পর্যন্ত পরিকল্পনা।   

বারবার মানুষ নিজেকে পরিবর্তন করে আবার নতুন করে শুরু করতে চায়

বারবার মানুষ নিজেকে পরিবর্তন করে আবার নতুন করে শুরু করতে চায় । সকল ব্যর্থতাকে পিছনে ফেলে নতুন উদ্যমে শুরু করার সংকল্প করার এই ঘটনাটা আমাদের কাছে খুবই পরিচিত। কিন্তু অপরিচিত হচ্ছে সেই সংকল্পকে সত্যি করে এক নতুন ব্যক্তিত্বের উত্থান। 

চুপ থাকার মহত্ত্ব সমগ্র রাজ্য জয়ের চেয়েও বেশি

চুপ থাকার মহত্ত্ব সমগ্র রাজ্য জয়ের চেয়েও বেশি। রাজ্য জয়ের চেয়ে রাজ্য সুরক্ষিত রাখার প্রচেষ্টা আরও সুদীর্ঘ ব্যাপারে কিন্তু চুপ করে রাজ্যভরা সমস্যার শুধু সমাধান নয় অনুভূতির রাজ্যও জয় করা সম্ভব।

অবিরাম ছুটে চলা গল্পগুলো হঠাৎ ছুটি নিবে নিকষকালো নিহীরিকায়

ছুটে চলছে সময়, সময়ের সাথে পর্যায়ক্রমে পরিবর্তিত হচ্ছে অনুভূতিগুলো। শহরের শেষ প্রান্ত দিয়ে ছুটে চলছে নৌযান, শহরের পাশ দিয়ে ছুটে চলা রেলযান, শহরের বুক চিরে ছুটে চলা যন্ত্রযান কিংবা শহরের উপর দিয়ে ছুটে চলা আকাশযান। হাজারো ছুটন্ত গল্পের সাথে ছুটে চলছে জীবন। এভাবে অবিরাম ছুটে চলা গল্পগুলো একদিন হঠাৎ করে ছুটি নিবে নিকষকালো নিহীরিকায়। 

মূর্খতা বড়ই ভয়ঙ্কর জিনিস

মূর্খতা বড়ই ভয়ঙ্কর জিনিস। কোনো না কোনো বিষয়ে প্রত্যেকটি মানুষই অল্প জানে কিংবা একেবারেই অজানা তবে তা মানুষের জন্য ক্ষতিকর হয়ে পড়ে না যতক্ষণ পর্যন্ত না মানুষ তা নিয়ে বাড়াবাড়ি করে। অল্পবিদ্যা কিংবা বিদ্যাহীন অবস্থায় পাণ্ডিত্য প্রকাশের হীন ইচ্ছাই মূলত মূর্খতার প্রকাশ যা মানুষের জন্য বিশাল এবং অপূরণীয় ক্ষতির ও কারণ হয়ে দাঁড়ায়। তাই মানুষ কোন বিষয়ের সাথে পরিচিত নাই হতে পারে কিন্তু পাণ্ডিত্য প্রকাশের নির্লজ্জ ইচ্ছা থেকে দুরে থাকাই শ্রেয়। নহলে অল্পবিদ্যার ভয়ঙ্কর রূপের সাথে সুনিশ্চিত ভাবে দেখা হবেই।