জ্ঞান মানুষকে বিনয়ী করে এটিই স্বত্বঃসিদ্ধ নিয়ম

জ্ঞানী অসম্ভব অমূল্য একটি সম্পদ । জ্ঞান আহরণ ও তার যথাসম্ভব সঠিক ব্যবহারের মহত্ত্ব অতুলনীয়। এই অমূল্য জ্ঞান নিয়ে দম্ভ কিংবা বড়ত্ব প্রকাশ পায় তার চেয়ে দুঃখজনক কিছু নেই। জ্ঞান মানুষকে বিনয়ী করে এটিই স্বত্বঃসিদ্ধ নিয়ম। ভুলভাবে প্রয়োগকৃত কোনো নিয়ম, মূল নিয়মের উদাহরণ হতে পারে না।

Comments

Popular posts from this blog

রাষ্ট্র এখনো আমাদের হয়ে উঠেনি

বিজয়ীদের হাতে লেখা ইতিহাস

অনন্ত অসীম অস্তিত্বের পানে ছুটে চলা