দ্রুত প্রবাহিত জীবনের মুহূর্তসমূহ

দ্রুত সময় চলে যাচ্ছে, শুরুতে একপা দুপা করে হাঁটা, কথা বলতে পারে এরপর প্রথম স্কুলে যাওয়া, সেই থেকে শুরু প্রথম হওয়ার লড়াই, কিভাবে স্কুল, হাই স্কুল পেরিয়ে কলেজ কেটে যায় অধিকাংশ তা বুঝতেই পারে না, বিশ্ববিদ্যালয় উঠার পর অনেক জীবনের প্রথম হওয়ার অনর্থক দৌড়ের ব্যাপারটা বুঝতে পারে। কারো জীবনে ব্যাপারটা ইতিবাচক আবার কারো জীবনে ব্যাপারটা নেতিবাচক হিসেবে ধরা দেয় কেউ আবার কারও কারও ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, চাকুরী কিংবা সংসার জীবন পেরলেও তার বোধদয় হয় না, জীবনের গল্প গুলো অদ্ভুদ, বর্ণনাতীত অদ্ভুত।

Comments

Popular posts from this blog

অনন্ত অসীম অস্তিত্বের পানে ছুটে চলা

অনুভবের সাপেক্ষে সময়ের আপেক্ষিকতা

বিজয়ীদের হাতে লেখা ইতিহাস