জীবনের গল্পগুলো নতুনত্বের পরশ থাকলেও

জীবনের গল্পগুলোতে নতুনত্বের পরশ থাকলেও দিনশেষে সব গল্পগুলোই অল্পকিছু মূলসুর আর শব্দগুচ্ছ থেকে ক্রমশ বিকাশিত হয়ে হরেক রকম শব্দের আর সুরের আবহ তৈরি করে। ব্যাপারগুলো দারুণ কিংবা অদ্ভুত আবার কিছু ব্যাপার শব্দগুচ্ছ দিয়ে শব্দায়ন করার চেষ্ঠা সর্বদা ব্যর্থ। তবুও মানুষ কখনো থেমে থাকে না।

Comments

Popular posts from this blog

রাষ্ট্র এখনো আমাদের হয়ে উঠেনি

বিজয়ীদের হাতে লেখা ইতিহাস

অনন্ত অসীম অস্তিত্বের পানে ছুটে চলা