Posts

Showing posts from November, 2024

চিন্তার গভীরে গেলে সংঘাতের আভাস পাওয়া যায়

প্রত্যেক মানুষের চারপাশে বেশিরভাগ সময়ই তার সমকক্ষ পর্যায়ের মানুষ বসবাস করে। যা মানসিক, চিন্তা, দর্শন, অর্থনীতি, রাজনৈতিক, ধর্মীয় নানা দিকের ব্যাপারেই তা সত্য।  চারপাশের মানুষের মধ্যে সব ব্যাপারেই একটা বিশাল বৈষম্য থাকলে মানুষ ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে ওই স্থান থেকে নিজেকে গুটিয়ে নিয়ে অন্যথা প্রস্থান করে। তবে এইযে ধরে নেয়া যায় চারপাশে মানুষের কোনো না কোনো দিক দিয়ে সাম্যতা রয়েছে এবং সাধারণত মানুষ এটা প্রবলভাবে বিশ্বাস করে যে তার কাছের মানুষের চিন্তা চেতনা তার মতনই কিন্তু অনেক সময় মানুষের এ ধারণা ভুল হয়। এটা  প্রত্যেক মানুষের মধ্যে যে চিন্তা চেতনার বৈচিত্র্য আছে ব্যাপারটা এমন না। বরং দুটি মানুষ পরস্পর জানে যে তারা একই রকম চিন্তা করে, তাদের দর্শন, জ্ঞান সময় পর্যায়ের কিন্তু অনেক সময় তা বড় ধরণের একটা ভুল হয় এবং নিজেরা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তা ভাগাভাগি করতে করতে অনুধাবন করে তাদের মধ্যে প্রচণ্ড দ্বন্দ্ব বিদ্যমান একইভাবে চিন্তা করার পদ্ধতি অনুসরণ করার পরেও। কখনো কখনো এই দ্বন্দ্ব এতো ভয়াবহ হয় যে তখন ভিন্ন চিন্তার মানুষও বেশি ভালো হয়ে থাকে যেই মানুষটার সাথে চিন্তা শেয়ার করা...

সমকালীন ঘটনাদ্বয়ের কাকতালীয় যোগসূত্র

জীবনে হঠাৎ করে কোনো প্রশ্ন বা বিষয় এসে যায়। যার উত্তর অজানা কিন্তু এই অজানা বিষয়ই কাকতালীয়ভাবে কয়েকদিনের মাঝি চেনা জানা হয়ে যায় এবং ওই প্রশ্নের উত্তর বা বিষয়ের বিস্তারিত বর্ণনা জানার এক অকল্পনীয় ব্যাপার জীবনে অনেক সময়ই ঘটে মহাবিশ্বের রবের অনুগ্রহে। 

চিন্তার ও তার বাস্তবায়ন ফারাক এবং আমাদের প্রতিক্রিয়া

পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ, জটিল এবং ক্রিয়াশীল ও সেরা মস্তিক হলো মানুষের এবং যেভাবে আমরা তা বুঝতে পারি তার অন্যতম একটা উদাহরণ হলো মানুষ প্রচুর চিন্তা করতে পারি। প্রতিদিন, প্রতি ঘন্টায় বা আমরা আরো সহজ করে বলতে পারি প্রতি মুহূর্তে আমরা এক একটা চিন্তায় চিন্তিত থাকি। বিভিন্ন বিষয়ের কার্যপদ্ধতি, ফলাফল, ভবিষ্যৎ আরো অনেক জিনিস নিয়ে আমরা চিন্তা করি এবং তার মধ্যে আমরা কিছু কিছু জিনিস সামনে বাস্তবায়নের কথা ভাবি হতে পারে তা নিয়মিত ব্যক্তিগত কিংবা কর্মক্ষেত্রের কাজের অংশ, নিজের শখ বা তাৎক্ষণিক প্রয়োজন বা সমস্যার সমাধান। কিন্তু স্থান, পাত্র, কাল, অবস্থানের প্রেক্ষিতে মোটা দাগে বেশিরভাগ চিন্তার বাস্তবায়ন হুবুহু সেই রকম হয় না। চিন্তা এবং বাস্তবায়নের এই ব্যবধান নানা ভাবে হতে পারে এবং প্রায় প্রতিদিনই হয়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া মানুষ যেভাবে চিন্তা করে তার সক্ষমতা অনুসারে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন কঠিন হয়।  কিন্তু আমাদের প্রতিক্রিয়াগুলো মারাত্মক নেতিবাচক হয় অনেক সময়। নিজেরা আত্মপরিচয়হীনতায় ভুগি অর্থাৎ এই বার বার ব্যর্থতার জন্য আমরা আমাদের পরিবার, সমাজ, ধর্ম কিংবা জাতিকে দোষ দেই। আমাদেরকে দোষ...