Posts

Showing posts from February, 2023

প্রত্যাশা বড়ই আজব, এবং বিচিত্র, ক্ষণে ক্ষণে রঙ বদলায়

প্রত্যাশা, কখনো হাসায়, কখনো কাদায় কখনো বা হাসাতে গিয়ে কাঁদিয়ে ফেলে কিংবা কাঁদাতে গিয়ে হাসিয়ে ফেলে।  বড়ই আজব এবং বিচিত্র, ক্ষণে  ক্ষণে কিছু প্রত্যাশার জন্ম হয় আবার ক্ষণে ক্ষণে কিছু প্রত্যাশার অপমৃত্যু হয়। তবে যদি কিঞ্চিৎ পরিমাণেও প্রত্যাশার পূরণ হয়, ঐ প্রত্যাশার পূরণের মুহূর্তের অনুভূতিটা হাজারো শব্দ দিয়েও সঠিক ভাবে প্রকাশ করা দুরূহ।

জ্ঞান মানুষকে বিনয়ী করে এটিই স্বত্বঃসিদ্ধ নিয়ম

জ্ঞানী অসম্ভব অমূল্য একটি সম্পদ । জ্ঞান আহরণ ও তার যথাসম্ভব সঠিক ব্যবহারের মহত্ত্ব অতুলনীয়। এই অমূল্য জ্ঞান নিয়ে দম্ভ কিংবা বড়ত্ব প্রকাশ পায় তার চেয়ে দুঃখজনক কিছু নেই। জ্ঞান মানুষকে বিনয়ী করে এটিই স্বত্বঃসিদ্ধ নিয়ম। ভুলভাবে প্রয়োগকৃত কোনো নিয়ম, মূল নিয়মের উদাহরণ হতে পারে না।

সুখী, সফল এবং মর্যাদাসম্পন্ন হতে চাওয়া মানুষ

মানুষ জীবনে সব চেয়ে সুখী, সফল এবং মর্যাদাসম্পন্ন হতে চায়। কারো কাছে সুখী, সফলতা এবং মর্যাদা বলতে টাকা-পয়সা, কারো কাছে ক্ষমতা আবার কারো কাছে জ্ঞান। বেশিরভাগ সময়ই মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো অর্জন করতে পারে না বা আংশিক সফল হয়। এই সফলতা, বিফলতা কিংবা আরো চাই এর ঘটনা বিবরণীতেই কেটে যায় মানুষের পুরোটা জীবন।

দ্রুত প্রবাহিত জীবনের মুহূর্তসমূহ

দ্রুত সময় চলে যাচ্ছে, শুরুতে একপা দুপা করে হাঁটা, কথা বলতে পারে এরপর প্রথম স্কুলে যাওয়া, সেই থেকে শুরু প্রথম হওয়ার লড়াই, কিভাবে স্কুল, হাই স্কুল পেরিয়ে কলেজ কেটে যায় অধিকাংশ তা বুঝতেই পারে না, বিশ্ববিদ্যালয় উঠার পর অনেক জীবনের প্রথম হওয়ার অনর্থক দৌড়ের ব্যাপারটা বুঝতে পারে। কারো জীবনে ব্যাপারটা ইতিবাচক আবার কারো জীবনে ব্যাপারটা নেতিবাচক হিসেবে ধরা দেয় কেউ আবার কারও কারও ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, চাকুরী কিংবা সংসার জীবন পেরলেও তার বোধদয় হয় না, জীবনের গল্প গুলো অদ্ভুদ, বর্ণনাতীত অদ্ভুত।

অতীতে ফিরে যাওয়ার ইচ্ছা

অতীতে ফিরে যাওয়ার ইচ্ছা মানুষের স্বাভাবিক ইচ্ছার মধ্যে পড়ে, কিন্তু মানুষ যদি আসলেই অতীতে ফিরে যেত তাহলে কি অনেক সুখী হতে পারত? নাহ এটা সম্ভব নয়। অতীতে তো ছিল সম্ভাবনাময়ী উজ্জ্বল ভবিষ্যৎতের স্বপ্নে বিভোর। প্রকৃত পক্ষে মানুষ কোন কিছুতেই অনেক বেশী সুখী হতে পারে না, এটা সম্ভব নয়। তাই মানুষের যা আছে টা নিয়েই বিচক্ষণতার সাথে থাকাই বুদ্ধিমানের কাজ।

ধূলিসাৎ

খোলা বারান্দায় সকালের মিষ্টি রোদে বসে ওই সাদা কালো মেঘ দেখে যেমন রাতের মুষলধারে বৃষ্টির আঁচ করা যায় না। ঠিক একইভাবে পরাক্রমশালীদের প্রতিপত্তি আর তীব্র অহংকার দেখে বুঝার উপায় নেই যে আজ বাদে কাল তারা ধূলিসাৎ হয়ে প্রতাপশালীদের আড্ডাখানা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।