Posts

Showing posts from January, 2023

দৃষ্টিভঙ্গি

দৃষ্টিভঙ্গি জীবনের পথকে সম্পূর্ণভাবে বিভক্ত করে ফেলতে পারে। তাই জীবনে চলার পথে অন্য কারো সাথে কোন কিছু বলার পথে এই জিনিসটা আগে থেকেই মাথায় রাখতে হবে যে যাকে আমি আপন মনে করে একটা ব্যাপারে কথা বলছি, তার এই বিষয়ে দৃষ্টিভঙ্গিটা কেমন? একই কথা সমদৃষ্টিভঙ্গির মানুষের কাছে ইতিবাচকভাবে গ্রহণযোগ্য হবে আবার ভিন্নদৃষ্টিভঙ্গির মানুষকে বলার কারণে তুমুল বিতর্কের ঝড় তৈরি হয়ে যেতে পারে। তাই মানুষের সাথে মেশার আগে তার দৃষ্টিভঙ্গির ব্যাপারে জেনে বা চিন্তা করে নেওয়া জরুরী । কারণ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর ।

অধিকার, বড়ই আজব একটা জিনিস।

অধিকার, বড়ই আজব একটা জিনিস। অধিকারবলে মানুষ কত কিছুই না করতে চায়, কিংবা অন্য কারো অধিকার নেই বলে নিশ্চিত অন্ধকারের পথযাত্রী মানুষকেও কিছু না বলে চুপ থাকতে হয়। অধিকারবিহীন পৃথিবী থাকলে হয়তো মানুষের জীবনের গল্পগুলো অন্য রকম হত। হয়তো আরো সুন্দর আবার হয়তো বা আরো বিষণ্ণ।

মানুষের জীবন অদ্ভুত, তার চেয়ে অদ্ভুত মানুষ নিজেই

স্বকীয়তার অনুভূতি অত্যন্ত সংবেদনশীল। প্রত্যেকটি মানুষ তার স্বকীয়তাকে ধরে রাখতে চায়, কারণ ওই মানুষটি তার স্বকীয়তা আচার আচারণে অভ্যস্ত, এতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু সময় যায় দিন বদলায়, আশেপাশের মানুষ বদলায়, নিজের চিন্তা চেতনা, আবেগ অনুভূতির স্বাভাবিক পরিবর্তন হয়, যার সাথে সাথে অনেক সময়ই ব্যক্তির স্বকীয়তা নীরবেই পরিবর্তন হয়ে যায়। মানুষের জীবন অদ্ভুত, তার চেয়ে অদ্ভুত মানুষ নিজেই। 

স্কুলের দিনগুলি

 কুর্মিটোলা হাই স্কুলে আমার স্কুল জীবন শুরু ২২শে জানুয়ারী,  ২০১১, শনিবার ক্লাস সিক্স থেকে। এখনো মনে আছে নীল রংয়ের পুরোনো  বড় গেইট দিয়ে ঢুকেছিলাম,  প্রথমবারের মতো।  তখনো আমার স্কুল শার্ট বানানো হয় নি তবে আমার আগের স্কুলের আকাশি রংয়ের ই শার্ট ছিল তবে পকেটে কোনো লোগো ছিল না। তাই প্রথম দিন স্কুলের লোগো বিহীন ড্রেসটাকে নিয়ে খানিকটা ভয়ে ছিলাম।  ঐ দিন সারাবেলা পকেটের উপর হাতরেখেছিলাম যাতে কেউ না দেখতে পায়।  প্রথম দিন মনে হয় উপস্থিতি নেয়া ছাড়া আর কিছু হয়নি।  বইও পেয়েছিলাম পরের দিন।  এভাবে আমার সোনালী হাইস্কুল জীবন শুরু হয়। আমি সিক্সে ডি সেকশনে ছিলাম।  আমার প্রাইমারি স্কুলের প্রায় সব বন্ধুরা ছিল সি সেকশনে তাই প্রথম দিকে একা একা লাগত। তবে ঐ সময় আমার সবচেয়ে ভালো বন্ধু হয় মেহেদী। আমরা একই স্যারের কাছে প্রাইভেট পড়তাম তাই আমাদের মধ্য স্মৃতিগুলো আরো অনেক সুন্দর ও মজার । এদের মধ্যে একটা ঘটনা ছিল এইরকম যে,  আমি আর মেহেদী একদিন অনেক আগেই স্কুলে ঢুকে পড়ি প্রায় ১০ টার দিকে তখন মেয়েদের ক্লাস চলছিল।  কিন্তু ঢোকার পর আমরা ভয় পেয়ে যাই আর বের হবার ও উপায় ছিল না।  তাই আমরা ১নং বিল্ডিং (বর্তমান কলেজ ভবন)  এর ছ

জীবনের গল্পগুলো নতুনত্বের পরশ থাকলেও

জীবনের গল্পগুলোতে নতুনত্বের পরশ থাকলেও দিনশেষে সব গল্পগুলোই অল্পকিছু মূলসুর আর শব্দগুচ্ছ থেকে ক্রমশ বিকাশিত হয়ে হরেক রকম শব্দের আর সুরের আবহ তৈরি করে। ব্যাপারগুলো দারুণ কিংবা অদ্ভুত আবার কিছু ব্যাপার শব্দগুচ্ছ দিয়ে শব্দায়ন করার চেষ্ঠা সর্বদা ব্যর্থ। তবুও মানুষ কখনো থেমে থাকে না।

আমরা কি নিকষকালো চন্দ্রকথার কাছে হেরে যাচ্ছি?

আমরা কি নিকষকালো চন্দ্রকথার কাছে হেরে যাচ্ছি? কিভাবে এত্ত শক্তিশালী হলো তারা? অবাক লাগে, কষ্ট হয়, মেনে নিতে পারি না তবু মানতে হয়। কিন্তু! নিকষকালো কোনো কিছু ত কখনো স্থায়ী হয় নি। এতো আমার কথা নয় হাজার বছরের ইতিহাসের কথা। তাই ভেবে তো মুচকি হাসি, থাকি তীব্র আলোর প্রত্যাশায়।