রাষ্ট্র এখনো আমাদের হয়ে উঠেনি
কতটা ক্ষোভ নিরিহ মানুষদের বিদ্রোহী করে তোলে, কতটা অন্যায় দেখলে যেসকল মানুষেরা কোনো ঝামেলা দেখলে দৌড়ে পালানের চেষ্টা করতো তারা বিন্দুমাত্র অন্যায়ের আচঁ পেলে প্রতিবাদ করে উঠে। এ সমাজ কখনো সাধারণ মানুষের কথা ভাবে না। এ রাষ্ট্র কখনো অসহায়, দরিদ্র মানুষের রাষ্ট্র হয়ে উঠতে পারে নাই। এ সমাজ, রাষ্ট্র শুধু উচ্চবিত্তদের উচ্চাকাঙ্খা পূরণের জন্য মরিয়া। অন্য দিকে গরীব দুঃখী মানুষগুলো বছরের পর বছরের শুধু ইনসাফের আশায় বেইনসাফীদের ডাকে নিজের জীবন দিবে অকাতরে বিলিয়ে।