Posts

Showing posts from December, 2024

রাষ্ট্র এখনো আমাদের হয়ে উঠেনি

কতটা ক্ষোভ নিরিহ মানুষদের বিদ্রোহী করে তোলে, কতটা অন্যায় দেখলে যেসকল মানুষেরা কোনো ঝামেলা দেখলে দৌড়ে পালানের চেষ্টা করতো তারা বিন্দুমাত্র অন্যায়ের আচঁ পেলে প্রতিবাদ করে উঠে। এ সমাজ কখনো সাধারণ মানুষের কথা ভাবে না। এ রাষ্ট্র কখনো অসহায়, দরিদ্র মানুষের রাষ্ট্র হয়ে উঠতে পারে নাই। এ সমাজ, রাষ্ট্র শুধু উচ্চবিত্তদের উচ্চাকাঙ্খা পূরণের জন্য মরিয়া। অন্য দিকে গরীব দুঃখী মানুষগুলো বছরের পর বছরের শুধু ইনসাফের আশায় বেইনসাফীদের ডাকে নিজের জীবন দিবে অকাতরে বিলিয়ে।

জুলাইয়ের বীরদের দেহ আজ রক্তে রঞ্জিত

জুলাই আন্দোলনের বীর সেনাদের গুপ্ত হত্যা করা হচ্ছে। আমার ভাইয়েরা জুলাই আন্দোলনে রক্ত দিয়েছে, ঘাতকের গুলির সামনে ঢাল হয়ে তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। আজ সেই বীর সেনারা নিরাপত্তাহীনতায় ভুগছে। সন্ত্রাসীগুলো বুক ফুলিয়ে হাঁটছে হয়তো নতুন কোনো বীরের দেহ রক্ত রঞ্জিত করতে। কিন্তু আবার যেদিন বীরের রাস্তা নামবে? তখন এসব ঘাতকদের দোসর সন্ত্রাসীদের খুঁজে খুঁজে বের করে তাদের জীবনের বারোটা বাজিয়ে ফেলবে ইন শা আল্লাহ। তবুও কষ্ট আমারো ভাইয়েরা আজও মরে আর খুনীরা ঘুরে ফেরে।

আমার প্রতিবাদের ভাষা

ক্লান্ত মনে অনেক ক্ষোভ জমে, হতাশা আর গ্লানি তো স্বাভাবিক ব্যাপার। তবু মনের মধ্যে আশা জাগে অবসরের সময়ে আমার কলম ব্যস্ত থাকবে প্রতিবাদের কঠিন কঠিন সব শব্দ লিখতে। আমি তুচ্ছ একটা মানুষ। আমার লেখনীগুলো আরো তুচ্ছ কিন্তু সামান্য স্বান্তনা নিজেকে নিজে দিতে পারি এই ভেবে যে কোনোদিন যদি কোনো অন্যায়কে সমূলে তুলে ফেলার সুযোগ হয় তাহলে এ লেখাগুলো আমাকে আল্লাহর রহমতে স্বস্তি দিবে যে, "হ্যাঁ আমি একসময় আমি দুর্বল থাকলেও আমার প্রতিবাদের ভাষা কখনো দুর্বল ছিলো না"।

জুলাই অভ্যুত্থান

জুলাই অভ্যুত্থানে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, ভুলকে ভুল বলার সাহস পেয়েছে। চোখের সামনে মানুষ মারা যাওয়ার পরেও ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করার সাহস জুগিয়েছে। মানুষ গতানুগতিক আখ্যানকে ছুড়ে ফেলে সেই ব্যবস্থা ভেঙে নতুন ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন দেখেছে।