Posts

Showing posts from April, 2024

রূপকথা বনাম বাস্তবতা

শহরের সবটুকু আলো যদি নিভে যেত, থমকে যেত সব কর্ম ব্যস্ততা তবে ...। না তবে কিছুই হতো না! কাব্যিক ঢঙ্গে, গল্পের রঙ্গে যতই গালগল্প বলি না কেন। জীবনের অনেক কিছুই ইচ্ছাশক্তির বিপরীতে গিয়ে অথবা ভুল পথে গিয়ে এগিয়ে যায়। তাই কল্পনা করা ভালো, কিন্তু নিজেকে কাল্পনিক রাজ্যের অধিবাসী না ভাবাই শ্রেয়। এ শহর হয়তো দেয়নি রূপকথার মতন কিছু, তবে আশার সম্বলটুকুন নিয়ে বেঁচে থাকার জায়গা তো পাওয়া যায়।

বিজয়ীদের হাতে লেখা ইতিহাস

আমরা সবাই সফলতা খুঁজি। আমরা সবাই দিন শেষে অধিকাংশই স্বার্থপর। এটা সত্য, মহাসত্য। ইতিহাস সবসময় বিজয়ীদের কথা লেখে, কারণ ইতিহাস লেখা হয় বিজয়ীদের হাত দিয়ে। অবশ্য এক্ষেত্রে আমরা যারা সমাজের অধিবাসী, আমাদের ভূমিকাও কিন্তু নেহাত কম নয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি পরাজিতদের ভুলে থাকতে, তাই কোনো পরাজিতগোষ্ঠীর দুঃসাহস হয় না যে এ সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, ইতিহাস লেখনীতে অংশগ্রহণ করবে।