Posts

Showing posts from September, 2024

অতিক্ষুদ্র এক অস্তিত্ব: মানুষ

সাগরের সামনে দাঁড়ালে সাগরকে কি বিশাল মনে হয়, আকাশের দিকে তাকালেও ইয়া মস্তবড় আসমান, পাহাড়গুলোর দিকে তাকিয়ে জীবনে একবার কেও তার বিশালতার কথা ভাবেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এই সাগর, আসমান, পাহাড় কিংবা পাহাড়সম দালানকোটার মাঝেই পৃথিবীর মানুষের বসবাস। অতএব মানুষ বুদ্ধিমত্তার, সাহস, ক্ষমতার দিক দিয়ে নিজেকে অনেক কিছুই দাবি করতে পারলেও অতিক্ষুদ্র এক অস্তিত্ব।    

পুরনো প্রশ্নের উত্তর

হঠাৎ আলাপনে খুঁজে পাওয়া অনেক পুরনো প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তরের আশায় কেটে গেছে বহু প্রহর। জীবন বিচিত্র যেমন বিচিত্র তাকে ঘিরে হাজারো প্রশ্ন ও তার উত্তরসমূহ।