Posts

Showing posts from August, 2024

জীবনটা কেমন?

আমাদের জীবনটা কি বাস্তবতা এবং কঠিন শব্দ নির্ভর প্রবন্ধ নাকি বহু উত্থান পতন নিয়ে গড়া এক রূপকথার গল্প,আসলে এটা উভয়ের সংমিশ্রণ। জীবনের একটা অংশ বাস্তবতা এবং কঠিন শব্দ নির্ভর প্রবন্ধের মতন আবার আরেকটা অংশ রূপকথার মতন এমনকি কারো কারো ক্ষেত্রে রূপকথার চেয়ে বেশি কাল্পনিক ব্যাপার ঘটে। এটাই জীবনের সৌন্দর্য কখন কাদায়, কখনো হাসায় আবার কখনো ভাবায়।

আত্মউন্নয়ন

এক্সটার্নাল ফ্রেমওয়ার্কে নিজেকে ডেভেলপ করার চেয়ে নিজস্ব ফ্রেমওয়ার্কে এক্সটার্নাল এলিমেন্টস ব্যবহার করে নিজেকে ডেভেলপ করাই শ্রেয়।

তাদের জন্য খানিক সময়ের জন্য মনে ভরে দোয়া করা প্রয়োজন

নতুন রাষ্ট্র, নতুন সরকার, নতুন দিনের স্বপ্ন। যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা তাদেরকে যতটা সম্ভব মনে রাখার চেষ্টা করি। মানুষ স্বভাবতই ভুলে যায়, এই নতুন রাষ্ট্র, নতুন সরকার, নতুন দিনের সকল স্বপ্ন তো ভুলে যাওয়ার প্রবণতাকে আরও ত্বরান্বিত করে। তারপরও আমাদের যতটুকু সম্ভব মনে রাখা প্রয়োজন যারা জালিমদের বিরুদ্ধে নিজে জীবনকে বাজি রেখে নেমেছিল। তারা জানত না যে হয়তো দেশ আবার জালিমদের থেকে মুক্ত হবে। তাই যখনই সুযোগ পাই তাদের জন্য খানিক সময়ের জন্য মনে ভরে দোয়া করা প্রয়োজন।