Posts

Showing posts from October, 2023

অনন্ত অসীম অস্তিত্বের পানে ছুটে চলা

প্রতিটি মানুষ গতিশীল সাথে আশেপাশের পশুপাখি এবং অনেক জড়বস্তু ও গতিশীল। আর পদার্থবিজ্ঞানের ভাষায় এ মহাবিশ্বের সমস্ত কিছু গতিশীল। অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, মেসন, পজিট্রন থেকে শুরু করে মহাবিশ্বের লাখো কোটি গুণ বড় নক্ষত্র, নীলিমা কিংবা নিহারিকা। তবে একটা সময় সবকিছু থেমে যায়! পদার্থবিজ্ঞানের ভাষায় না থামলেও প্রকৃত অর্থে জীবন থেমে যায়। মৃত্যু। মৃত্যু মানুষকে নিয়ে যায় অনন্ত অসীম অনাবিষ্কৃত অস্তিত্বের দিকে যার হদিস কেউ কখনো পায়নি আর কখনো পাওয়া ও যাবে না।

আত্মনিয়ন্ত্রণ করে সামনে এগিয়ে চলা

নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারা মানুষের অন্যতম একটি বৈশিষ্ট্য। মানুষের প্রবৃত্তি তাকে খেয়াল খুশি মতন চালাতে চেষ্টা করে তাই মানুষ তাই মানুষ অনিয়ন্ত্রিত হয়ে পরে, জীবনের প্রতিক্ষেত্রেই আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি যা মানুষ করার চেষ্টা করে কিন্তু সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ সবসময় হয়ে উঠে না। তবুও যারা যতবেশি আত্মনিয়ন্ত্রণে পারদর্শী তারা জীবন যুদ্ধে তত এগিয়ে যায়।

অনুভবের সাপেক্ষে সময়ের আপেক্ষিকতা

সব কিছুরই শেষ থাকে। কিছুর শুরু হতে না হতেই তা শেষ হয়ে যায় এটা মানুষের খুব সাধারণ এবং প্রচলিত একটা ধারণা। অর্থাৎ মানুষের অনুভব ক্ষমতার সাপেক্ষে সময় আপেক্ষিক। সময় কত দ্রুত চলবে অথবা আস্তে চলবে তা নির্ভর করে ঐ সময়টুকুন ঐ মানুষের কাছে আনন্দ বয়ে নিয়ে আসে নাকি কষ্ট বয়ে নিয়ে আসে। বলা হয় সুখের সময় জলদি কেটে যায় আর দুঃখের সময় ফুরোয় না।

আলো আলো

ভোরের নতুন আলো থেকে সন্ধ্যার ঠিক আগের মলিন হওয়া আলো, প্রতিটা মুহুর্তের অনুভূতি এক এক রকম। কারো কাছে একটু দেরি করা সকালের আলো ভালো লাগে কারো আবার শেষ বিকেলের আলো। তবে দুপুরে কড়া রোদের আলো কারো ভালো লাগে এমন লোক পাওয়া দুষ্কর যেমন ভাবে দুষ্কর গভীর রাতের আলো এবং প্রথম প্রহরেরর আলো একই দিনে অবলোকন করতে পারে এমন লোক খুঁজে পাওয়া কারণ যারা সারা রাত জেগে থাকে তারা ভোর হওয়ার আগেই ঘুমিয়ে যায়। আর খুব ভোরে উঠা লোকটা তো আর গভীর রাতে জেগে থাকে না।

নবপরিকল্পনায় এগিয়ে চলা

জীবনের প্রত্যেকটা পদক্ষেপ পরিকল্পনামাফিক হয় না। প্রায়শই জীবনের অনেক কিছু তাৎক্ষণিকভাবে অথবা নতুনভাবে চিন্তা করে জীবনের সাথে মানিয়ে নিতে হয়। মানুষ যেটা যেভাবে চায় সেভাবে তা না পেলে সে দুঃখবোধ করে, তবে বিচক্ষণরা সে দুঃখ পাওয়া থেকে নিজেকে সংযত রেখে আবারো নতুন করে পরিকল্পনা করে আরো ভালো কিছু পাওয়ার জন্য, এজন্যই তারা সফল হয় আর যোজন যোজন এগিয়ে থাকে সাধারণ মানুষ থেকে। 

দক্ষ এবং বিচক্ষণ

অজানা পরিস্থিতিতে যে যত সুন্দরভাবে ব্যাপারগুলো সমাধান করতে পারে তাকে আমরা তত দক্ষ এবং বিচক্ষণ বলি। মানুষের বিচক্ষণ হওয়ার সুযোগ বারবার আসে না। তবে অন্যদের চেয়ে আলাদা হওয়ার এ সুযোগ যে সঠিকভাবে আয়ত্ত্ব করতে পারে সেই সমাজের মোড়ল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়।

গন্তব্য অত্যন্ত উৎফুল্লের একটি বিষয়

গন্তব্য অত্যন্ত উৎফুল্লের একটি বিষয়। গন্তব্যে পৌঁছানোর পর অভিযাত্রীর উৎসাহ উদ্দীপনা কমে গেলেও মানুষের একটার পর একটা আকাঙ্খা, একটার পর একটা লক্ষ্যে ও তার গন্তব্যের কারণে দিন শেষে সব মিলিয়ে মানব জীবনে উৎসাহ, উদ্দীপনা এবং আকাঙ্খার একটা সমতা বিরাজ করতে থাকে।