Posts

Showing posts from September, 2023

মরিচা পড়ে যাওয়া শহরেও মানুষের ব্যস্ততা আর জলদি চলার হুড়োহুড়ি

মরিচা পড়ে যাওয়া শহরেও মানুষের ব্যস্ততা আর জলদি চলার হুড়োহুড়ি। শহর তার ধারণক্ষমতার বাইরে চলে গেছে। শহর তার সবটুকুন বিলিন করে নিঃশেষ হয়ে গেছে তবু শহরে থাকার খুঁড়ো যুক্তিতে মুখরিত জনতা, শহরে থাকিবার জন্য কতই না ভণিতা।

অপ্রাপ্তিতার খবর কেউ রাখে না

অপ্রাপ্তিতার খবর কেউ রাখে না। সবাই শুধু অর্জনের ভাগিদার হতে চায়। ব্যর্থতার কারণ কেউ খুঁজতে চায় না, সবাই শুধু সফলতার খবর শুনতে চায়। সবাই শুধু সুখের ভাগিদার হতে, দুঃখ বা ব্যর্থতার পুরো দায়ভার ব্যক্তির।

ফেলে আসা দিনগুলোকে নিয়ে

ফেলে আসা দিনগুলোকে নিয়ে মানুষকে প্রায়ই আহাজারি করতে দেখা যায়। অথচ বেশিরভাগের অতীতে ফিরে গেলেই বর্তমানের তুলনায় অনেক সুন্দর ও সুখে ছিল এমন হওয়ার সম্ভবনা কম। বরং বর্তমানই বেশি সুযোগসম্পন্ন এবং স্বনির্ভরশীল। তবে জীবনের পরিধি বৃদ্ধি পাওয়ার দরুণ জটিলতা সৃষ্টি এবং অধিক দ্বায়িত্বের ভার মানুষকে অতীতের প্রতি আকর্ষণ সৃষ্টি করায়।

একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা

আগের ক্লাসের ১ম হওয়া ছেলেটা এ বছর ১ম না হলে, পরের বছর পুনরায় ১ম হওয়ার জন্য এবছরের ১ম ছেলেটার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। একই সাথে যোগদান করা সহকর্মীরা পরস্পরের সাথে কিংবা পাশাপাশি ব্যবসা করা ব্যবসায়ীরা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা। জীবনের প্রতিটা ক্ষেত্রেই একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেই তবে তা ততক্ষণ পর্যন্ত সুন্দর যতক্ষণ না তা ঈর্ষার পর্যায়ে চলে যায়।