Posts

Showing posts from August, 2023

নিজেকে বাড়িয়ে দেখানোর অভ্যাস

নিজেকে অন্যের কাছে নিজের গন্ডির বাইরে গিয়ে উপস্থাপন করা ব্যক্তির অধঃপতনের অন্যতম কারণ। মহান রব পৃথিবীর প্রত্যেকটি ব্যাপারে সাম্যবস্থা সৃষ্টি করেছেন তাই নিজেকে বাড়িয়ে দেখানোর অভ্যাস নিজের কাছেই অপমান হয়ে ফিরে আসে। 

মানুষের নিজেকে কখনো পরাজিত দেখতে চায় না

মানুষ নিজেকে কখনো পরাজিত দেখতে চায় না। অথচ নিজেকে পরাজিত দেখানোর সকল আয়োজন সুসম্পন্নভাবে সম্পূর্ণ করে। যেহেতু এতো আয়োজনের ফলে তার পরাজয় সুনিশ্চিত তখন সে অজুহাতের অস্ত্র ধার করে  নিজেকে  পরাজয় থেকে রক্ষা করার জন্য, এভাবে সে নিজেকে নীরবে আরো পরাজিত করে ফেলে জীবনের প্রতিটি পর্যায়ে। 

মানুষ চমৎকৃত হতে ভালোবাসে

মানুষ চমৎকৃত হতে ভালোবাসে। কখনো কখনো চমৎকৃত হওয়ায় অস্বস্তিতে পড়লেও চমৎকার জিনিসে মানুষের অন্যমনস্ক আকর্ষণ থাকবেই। সুপরিকল্পিতভাবে কখনো চমৎকৃত হওয়া সম্ভব নয় এটা অনাকাঙ্ক্ষিত এবং অনির্ণেয় হয়তো বা আবার হয়তো বা না।

মানুষ বদলায় অবশ্য কতটুকু বদলায় যায় জানা যায় না

মানুষ বদলায় অবশ্য কতটুকু বদলায় যায় জানা যায় না। অবশ্য এটাকে বলে কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি বদলায় গেছে কিন্তু মানুষ পুরোপুরি বদলায় না। একটা মানুষ কখনোই পুরোপুরি বদলানো সম্ভব না। স্বকীয়তার অদৃশ্য আবরণে আবৃত জীবনেও বদলে যাওয়ার অভ্যাস কখনো বদলাবে না।