Posts

Showing posts from July, 2023

সময়ের সর্বোচ্চ ব্যবহার

সময়ের সর্বোচ্চ ব্যবহার মানুষকে সেরাদের সেরা বানাতে পারে। আবার সময়ের অবহেলা বিশাল প্রতিভাবান তরুণকেও নিশ্চিহ্ন করে ফেলতে পারে। তাই সময় হলো সফলতার শ্বাস-প্রশ্বাস। সময়কে গুরুত্ব দিতে, সময়ের ব্যপারে সতর্ক হবে, সময়কে বন্ধু বানিয়ে জীবনযুদ্ধ অগ্রসর হতে হবে।

প্রচন্ড শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

প্রতিদ্বন্দ্বী প্রচন্ড শক্তিশালী হতে পারে, তাদের বুদ্ধিবৃত্তিক সমৃদ্ধির কাছে নিজের মূর্খ মনে হতে পারে। ক্রমশ শক্তির প্রদর্শনে নিজেদের সর্বস্ব হারিয়ে যেতে পারে, তবুও পিছন ফিরে তাকাবার সুযোগ নেই। বারবার অন্যায় দেখার পরই যখন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে ফেলেছে তাই সেই অন্যায়ের পতন অথবা নিজের পরাজয় ব্যতীত অন্য কোনো উপায় নেই।

বুূ্দ্ধিবৃত্তিক সাফল্য

বাস্তবতা থেকে দেখে, শুনে, বুঝে কোনো এক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌছানোর নামই কি বুূ্দ্ধিবৃত্তিক সাফল্য? অব্যশই না। তবুও কুয়োতে থাকা মুর্খ ব্যাঙ কুয়োর গভীরতা মেপে পৃথিবীর গভীরতা মেপে ফেলেছে বলে দাবি করে।

নীলিমার নিলাচলে নিশ্ছিদ্র নিরবতা

নীলিমার নিলাচলে নিশ্ছিদ্র নিরবতা। প্রফুল্ল প্রকৃতিতে পার্থিব প্রাপ্তির প্রতিযোগিতা। কোকিলের কুহতানে কম্পিত কালের কুটির। অপার্থিব অভিযান অনন্ত অসীমে অগ্রসর। চিন্তায় চৌকস চেতনায় চিরন্তন চেষ্টার চিরকুট। রক্তে রঙিন রিক্ত রসনার রশ্মি।