Posts

Showing posts from June, 2023

খোলা চোখে যা দেখা যায় না তার নাম অনুভুতি

খোলা চোখে যা দেখা যায় না তার নাম অনুভুতি। খোলা চোখে যার অর্থ খুঁজে পাওয়া যায় না, তার নাম মায়া। বিষন্নতা, যন্ত্রণা কিংবা ভালো লাগার মুহূর্তগুলো কি কেউ কখনো দেখতে পেয়েছিল? তবু্ও মানুষ নিজেকে বিশাল বিচক্ষণতাও সুক্ষ্ম পর্যবেক্ষণকারী মনে করে। দুর্বল মানুষগুলোর নিজেকে উন্নত দেখানোর কতই না প্রচেষ্টা।

জীবনে কিছু মুহুর্ত আসে খুবই চমৎকার

জীবনে কিছু মুহুর্ত আসে খুবই চমৎকার। শত সম্ভবনাময়ী, বুক ভরা আশার সমারোহ। আপনি শত ব্যর্থ একজন হোন না কেন এই মুহুর্তগুলো আপনার জীবনে আসবেই। এই মুহুর্তগুলোকে যারা সুযোগে রূপান্তরিত করে সামনে এগিয়ে গিয়েছে তারাই সফল।

মানুষের অপ্রাপ্তিতার কোনো শেষ নেই

মানুষের অপ্রাপ্তিতার কোনো শেষ নেই। মানুষ একটি সুযোগ গ্রহণ করতে গিয়ে আরেকটি সুযোগ হারায় কিন্তু হারানো সুযোগ সে কেন গ্রহণ করলো না এই আফসোসে সে বাঁচে না। অথচ যেই সুযোগটি সে গ্রহণ করেছে সেটিই হয়তো আরো বেশি গুরুত্বপূর্ণ ছিলো, কিন্তু বোকা মানব মন তা বোঝে না কখনো বোঝে না।