Posts

Showing posts from April, 2023

আমরা হারিয়ে ফেলছি আপন মানুষদের

আমরা হারিয়ে ফেলছি আপন মানুষদের সাথে কাটানো সময়গুলো ব্যস্ততার অজুহাতে, ব্যস্ততা কখনো ফুরাবে না কিন্তু হারিয়ে যাবে আপন মানুষগুলো সময়ের পরিক্রমায়, তখন হাজার অনুশোচনা করলেও ফিরে আসবে না তারা। ব্যস্ততাগুলো স্বার্থপরতার মতন ধোঁকা দিয়ে চলে যাবে আর আফসোস হবে আপন মানুষদের অবহেলার অপরাধে।

জীবনে পরিকল্পনা গুরুত্বপূর্ণ

জীবনে পরিকল্পনা গুরুত্বপূর্ণ।  হোক তা স্বল্পমেয়াদী পরিকল্পনা অথবা দীর্ঘমেয়াদী পরিকল্পনা।পরিকল্পনা মানুষকে আগত সমস্যা সম্পর্কে সতর্ক করে কিংবা সম্ভাবনাকে গ্রহণ করতে প্রস্তুত করে। তাই সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে বিপদে পড়া কিংবা সম্ভাবনার সুযোগকে হাতছাড়া না করে চাইলে পরিকল্পনা করতে হবে।

শেষ ট্রিপে বাড়ি ফেরা মানুষটা

শেষ ট্রিপে বাড়ি ফেরা মানুষটা বুকভরা আশা নিয়ে বাসের বাইরে তাকিয়ে, দ্রুত বেগে চলা বাসের মতন করে নিজের জীবন নিয়ে দ্রুত একবার ভাবে। এভাবে ভাবনার মধ্যেই বাস গন্তব্য পৌঁছে যায়, আর ভাবে এইতো আরেকটু পরেই পৌঁছে যাবো আপন নীড়ে।

ব্যস্ততা ও সুস্থতার পারস্পরিক কোনো শত্রুতা না থাকলেও

ব্যস্ততা ও সুস্থতার পারস্পরিক কোনো শত্রুতা না থাকলেও অতি ব্যস্ততার কারণে জীবন থেকে সুস্থতা হঠাৎ করে হারিয়ে যায়। তাই জীবনে সুস্থতা ফিরিয়ে আনতে অথবা সুস্থতা বজায় রাখতে সর্বদা সুস্থতা ও ব্যস্ততার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।

রেললাইনের পাশে থাকা বস্তিতে দিন মজুর বধূও

রেললাইনের পাশে থাকা বস্তিতে দিন মজুর বধূও আলিসান বাড়ির দিকে তাকিয়ে নিজেকে একদিন ওই বাড়ির মালকিন হিসেবে চিন্তা করে।